সাইফুদ্দিন শেখ ফাহিম।
তুমি থাকলে কবিতা জাগে
তুমি থাকলে ভালোবাসা থাকে
তুমি থাকলে সোনালী আলোয় আসে ভোর
তুমি থাকলে কাব্যে থাকি আমি বিভোর।
তুমি থাকলে স্বপ্ন দেখি
তুমি থাকলে স্বপ্নীল আমার পৃথিবী,
তুমি থাকলে প্রতিদিন নতুন করে বাঁচি।
তুমি নেই, কোথাও কেউ নেই
তুমি নেই, আলো নেই
তুমি নেই, আঁধার নেই
তুমি নেই, দিন নেই-রাত নেই
তুমি নেই, নিস্তব্ধতা নেই।
তুমি নেই, কোলাহল নেই
তুমি নেই, সবুজ-নীল নেই
তুমি নেই, সুখের স্পর্শ নেই
তুমি নেই পৃথিবীর চলক শক্তি নেই
সৌরবর্ষ জুড়ে -ধরণী পরে বিস্তর নিস্তব্ধতা।
তুমি নেই, তাই ভালোবেসে নিজেকে কাঁদাই।
সমাজ বলে তুমি নেই
বস্তাতা বলে তুমি নেই,
কুয়াশা শ্বেত আবরণ বলে তুমি নেই
শীত সকালের সোনালী রোদ্দুর বলে তুমি নেই
গ্রীষ্মের প্রখর তাপদাহ বলে তুমি নেই
বৃষ্টি বলে বর্জ্রপাত বলে তুমি নেই তুমি নেই,
রাত চাঁদ-জোসনা, নক্ষত্র-নেহারীকা সূর্য়-গ্রহঞ্জিকা সবাই বলে তুমি নেই,
তবুও মন বলে তুমি আছো তুমি আছো!
তুমি আমার সমস্ত আবেগ-আনুভূতি-কল্পনা ছায়া-প্রতীছায়া, ধ্বনি-প্রতীধ্বনী, রক্তনালী শিরা-উপশিরা হৃদপিণ্ড মস্তিষ্কে তুমি মিশে আছো আমার সর্বত্র।
Attachments area