তুমি রহস্যময়ী তুমি প্রহেলিকা
তুমি দুর্বোধ্য তুমি কুজ্ঝটিকা।
তুমি দুর্বলতা তুমি শক্তি
তুমি প্রেম তুমি ভক্তি।
তুমি জন্মদায়িনী সেই মাতৃকা
তুমি স্বর্গত স্বামীকে ফিরিয়ে আনা সাবিত্রীকা।
তুমি গার্গী তুমি ক্ষণা
তুমি জনকের সেই ললনা।
তুমি দ্রুপদের অগ্নিকন্যা দ্রৌপদী
তুমি সঞ্জীবনীধারা গঙ্গানদী।
তুমি অবলা তুমি সবলা
তুমি সব পুরুষের কুহেলিকা।
তুমি পার্বতী তুমি বারাঙ্গনার মাটিতে দূর্গে
তুমি কালীরূপে পূর্ণ খরগে।
তুমি তসলিমা হয়ে প্রতিবাদীনি
তুমি মেহেরউন্নিসা বুদ্ধিধারিনী।
তুমি ক্ষমার প্রতিমূর্তি তুমি অলক্ষ্যে পুরুষের স্ফূর্তি।
তোমায় নমন প্রতি নমন
তোমার শক্তি কে করি স্মরণ।
—- মানস বিশ্বাস।