তেরখাদা : পূর্ব শত্রুতার জেরে তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোঃ মিলন শেখের ওপর হামলা করে প্রতিপক্ষরা। এঘটনায় তেরখাদা থানা পুলিশ একজনকে গ্রেফতার করে।
বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলা ছাগলাদাহ বাজারের ডিজিটাল হেয়ার কাটিং নামক সেলুনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সুত্র জানায়, চুল কাটছিলো ছাগলাদাহ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইছামতি গ্রামের মফিজ শেখের ছেলে মোঃ মিলন শেখ। সেলুনে তিনজন অস্ত্রধারী প্রবেশ করে এবং ধারালো অস্ত্র(খুর,চাপাতি,লাঠী) দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। তেরখাদা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো: আকিব বলেন, হামলায় মিলন শেখের কান কেটে যায়, পায়ের বিভিন্ন জায়গায় ধারলো অস্ত্রের আঘাত এবং মাথায় গুরুত্বর আঘাত লাগে। পরবর্তিতে আহত মিলনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। একটি সুত্র জানায়, হামলায় জড়িত দেশীয় অন্ত্রধারী তিনজন হলেন ইছামতি গ্রামের ফিরোজ সিং এর ছেলে বাবু সিং, শাহজাহান সিং এর ছেলে শামীম সিং ও স্বপন সিং এর ছেলে ওদিব সিং। এ ঘটনায় তাৎক্ষনিক ভাবে শাহজাহান সিং এর ছেলে শামীম সিংকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও কোন অভিযোগ কেউ কোন অভিযোগ করেনি।