তেরখাদায় ৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান

প্রকাশঃ ২০২৩-০১-১৬ - ১৩:৪৩

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রোববার বিকেল ৩টার দিকে সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান। অনুষ্ঠানে জুম কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)এ এস এম আব্দুল খালেক, জেলা শিক্ষা অফিসার খো: রুহুল আমিন, মনিরুল হক মন্টু ও মো: শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাহেলা সুলতানা, নিত্যানন্দ মন্ডল, মো: শারাফাত হোসেন, মো: দেলোয়ার হোসেন, মো: নাজিবুল ইসলাম মাসুম, আজিজুর রহমান কদর। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার বিষয় ভিত্তিক শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান জানান, গত ৬ জানুয়ারি প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে তেরখাদা, দিঘলিয়া, রূপসা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৪৬৮জন শিক্ষক অংশ নিয়েছেন।