তেরখাদা এবং শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি নেতার ইন্তেকাল

প্রকাশঃ ২০২৩-০১-০৯ - ১১:৪৪

বিজ্ঞপ্তি : খুলনার তেরখাদা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সভাপতি খান মোহাম্মদ আলী এবং রূপসার শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো: ইনসান উদ্দিন ইজারাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। রোববার বিকেলে মরহুমদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

বিএনপি নেতাদ্বয়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলার বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবুসহ সকল যুগ্ম-আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।