তেরখাদা বিআরবি আজগড়া স্কুলে নিয়োগ নিয়ে অভিযোগ

প্রকাশঃ ২০২৩-০১-২৮ - ১৭:০১

তেরখাদা : খুলনার তেরখাদা উপজেলার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহঃগ্রন্থাগারিক বিনোদ টিকাদারের নিয়োগ বাতিলের দাবিতে সোচ্চার এলাকাবাসী। বিদ্যালয়ের হেড মাস্টার রমেন্দ্রনাথ মল্লিকের আপন মামাতো ভাই হওয়ার সুবাদে তাকে নিয়োগ দেয়া হয়েছে। এলাকার সচেতন মানুষ বিনোদ টিকাদারের নিয়োগ বাতিলের দাবি জানালেও কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

জানা গেছে, বিনোদ টিকাদার ২০১৫ সালের ১৭ ডিসেম্বর বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ে সহঃগ্রস্থাগারিক পদে চাকুরিতে যোগদান করেন। চাকুরির আবেদনের সময় তিনি ২০১৪ সালে দারুল আহসান ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্সে ডিপ্লোমা পাশ করা একটি সার্টিফিকেট জমা দেন। দারুল আহসান ইউনিভার্সিটির কোন বৈধতা না থাকায় হাইকোর্টের রায়ে এটি বন্ধ রয়েছে। আর দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদের বৈধতা সংক্রান্ত সম্পর্কিত শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, দারুল ইহসানের সনদের বৈধতা দেয়ার ব্যাপারে কোন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এমনকি ইউজিসিও বলছে, বিশ্ববিদ্যালয়টির কোন বৈধতা নেই। ইউজিসির বৈধ বিশ্ববিদ্যালয়ের তালিকায় দারুল ইহসান ইউনিভার্সিটর নাম নেই। বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলছে, বিনোদ টিকাদারকে সহ-গ্রহন্তগারিক পদে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেয় হয়েছে।

এব্যাপারে শিক্ষক বিনোদ টিকাদারকে প্রশ্ন করা হলে তিনি কোন সন্তোষজনক উত্তর না দিয়ে বার বার প্রসংগ ঘোরানোর চেষ্টা করেছেন। তিনি হেড মাস্টারের আপন মামাতো ভাই বলেও স্বীকার করেন। বিষয়টি জানার জন্য প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মল্লিকের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেয়ার পর সন্ধ্যায় ফোন রিসিভ করে বলেন, বিনোদ আমার গ্রামের সম্পর্কে মামাত ভাই। বাকী প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলেন, এব্যপারে ফোনে নয় সরাসরি কথা হবে। বলেই তিনি ফোন কেটে দেন।