ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহিস্থ ‘রবীন্দ্র কমপ্লেক্সে’-এ খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী আলোচনা সভা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন আজ (০৮-০৫-২২, রোববার)। বিকাল ৪টায় মৃণালিনী মঞ্চে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি । মুখ্য আলোচক থাকবেন শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান। বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। স্বাগত বক্তৃতা করবেন ইউএনও সাদিয়া আফরিন।
২য় দিন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, এনসিডি মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভুঞা, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, বিপিএম।
সমাপনী দিনে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক সচিব মিস আকতারী মমতাজ। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক অধ্যাপক অসিতবরণ ঘোষ। বিশেষ অতিথি থাকবেন আযম খান সরকারি কমার্স কলেজর অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক মিস আফরোজা খান মিতা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। এছাড়াও প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলা অনুষ্ঠিত হবে।