দলীয় কোন বিভাজন নয় ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে -প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ

প্রকাশঃ ২০১৭-০৭-০১ - ২০:৪২

তাপস বিশ্বাস, ফুলতলা (খুলনা): মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, নৌকা দেশের স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আগামী নির্বাচনে যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে সকলকে এক যোগে কাজ করতে হবে। কোন বিভাজন নয়, একমাত্র প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে। সন্ত্রাসী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নয়-তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নিতে হবে।
শনিবার বিকালে ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঈদ পুণর্মিলণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে ও মৃনাল হাজরার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক শেখ মোঃ আবু হানিফ, ওসি মোঃ আসাদুজ্জামান মুন্সী, সহসভাপতি কাজী আশরাফ হোসেন আশু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ রওশন আলী, ডাঃ মিজানুর রহমান, কামরুজ্জামান নান্নু, শরীফ মোহম্মদ ভুইয়া শিপলু, শাহাদাৎ বিশ্বাস, শাহাবাজ মোল্যা, আঃ গণি গাজী, যুবলীগ নেতা শহীদুল্লাহ প্রিন্স, আনছার আলী বিশ্বাস, আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, রবিন বসু, বেগম শামসুন্নাহার, মঈনুল ইসলাম নয়ন প্রমুখ।