দাকোপ প্রতিনিধি : দাকোপের বাজুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সদস্য পদে ভোট পূর্ন গননার আবেদন করেছেন আপেল প্রতিকের প্রার্থী দীপক কুমার সরদার।
গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ভোট গননা শেষে ফলাফল ঘোষনার পর প্রতিদ্বন্দি প্রার্থী দীপক সরদার ভোট পূর্ন গননার আবেদন করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা সোহেল হোসেনের নিকট লিখিত আবেদন করেন। আবেদনে বলা হয় সদস্য পদে ৬ জন প্রার্থীর মাঝে তার প্রতিক আপেলে ৩৬৬ ভোট এবং প্রতিদ্বন্দি মিজানুর মির্জার ফুটবল প্রতিকে ৩৭৬ ভোট পাওয়ার ঘোষনা দিয়ে ১০ ভোটে মিজানুর মির্জাকে বিজয়ী ঘোষনা করা হয়। অথচ আপেল প্রতিকের প্রাপ্ত ২৩ টি ভোট ঠুনকো অভিযোগে বাতিল দেখানো হয়। এ ছাড়া প্রতিকের প্রাপ্ত ভোটের সাথে প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত ফলাফল সীটে উল্লেখিত মোট ভোটের সংখ্যায় গড়মিল দেখা যায়। যে কারনে তিনি বাজুয়ার ৪ নং ওয়ার্ডে ঘোষিত ফলাফল বাতিল করে পূর্ন ভোট গননার দাবী জানিয়েছেন।