আজগর হোসেন ছাব্বির : দাকোপের পল্লী থেকে দু’টি জবাই করা হরিণসহ রক্ত মাখা আলামত উদ্ধার হয়েছে। এ ঘটনায় বনবিভাগের পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বনবিভাগ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের সুতারখালী ষ্টেশন ও শরবত ক্যাম্প কর্মকর্তারা শনিবার ভোরে দাকোপের কালাবগী সুতারখালী এলাকায় অভিযানে যায়। অভিযানের খবর পেয়ে চোরা হরিণ শিকারী চক্র পালিয়ে যায়। সকাল ৭ টার দিকে বনরক্ষিরা বাইনপাড়া এলাকার ছিদ্দিক গাজীর বাড়ীর সামনে চরের ডোবা এলাকা থেকে দু’টি জবাই করা হরিণ উদ্ধার করে। একই সময় উদ্ধার হওয়া একটি হরিণের পেট থেকে মৃত বাচ্চা পাওয়া যায়। পরবর্তীতে বনরক্ষিরা ছিদ্দিক গাজীর বাড়ীতে অনুসন্ধানে গিয়ে দেখতে পায় তারা ঘর বাড়ী তালাবদ্ধ করে তালিয়ে গেছে। এ সময় বনরক্ষিরা এলাকাবাসীর উপস্থিতিতে সেখান থেকে রক্ত মাখা বটি দাসহ অন্যান্য কিছু আলামত জব্দ করে। এ ব্যাপারে জানতে চাইলে সুতারখালী ষ্টেশন কর্মকর্তা শেখ আসাদুর রহমান বলেন, জব্দকৃত হরিণের মাংশসহ অন্যান্য আলামত আইনী প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। এ ঘটনায় শরবতখালী ক্যাম্পের ওসি দেওয়ান মিজানুর রহমান বাদী হয়ে ছিদ্দিক গাজীকে আসামী করে বন আইনে পি ও আর মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।