দাকোপ প্রতিনিধি : দাকোপের বানীশান্তা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্হানীয় পিনাকপানি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। বানীশান্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিমল কান্তি রপ্তানের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় মান্যবর অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। আলোকিত অতিথি হিসাবে বক্তৃতা করেন সাবেক এমপি জেলা আওয়ামী লীগনেতা ননী গোপাল মন্ডল। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য নান্টু রায়, কয়রা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল। বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগনেতা সঞ্জিব কুমার মন্ডল, সরোজিত রায় কুঞ্জু, সঞ্জয় মোড়ল, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, আজগর হোসেন ছাব্বির, জি এম রেজা, শেখ মেহেদী হাসান বুলবুল, রতন কুমার মন্ডল, লিটন সরদার, সঞ্জিব রায়, রাম মোহন মিস্ত্রি, স্বপন মন্ডল, মহাসিন হাওলাদার, গৌতম সরকার, জয়ন্ত গাইন, ফিরোজ খা, এনায়েত শরীফ, মানিক মন্ডল, ক্ষিতিশ মন্ডল, দেবব্রত মন্ডল, মৃনাল মন্ডল, পাপিয়া মিস্ত্রী, বিথীকা রায়, গৌতম মন্ডল, বিভীস পাইক, উত্তম সরকার, বরুন পাইক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীর জনকের প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্মরনে ১ মিনিট নীরবতা পালন এবং সব শেষ তাবারক বিতারন করা হয়।