দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশঃ ২০১৮-০৩-০৮ - ২০:২৯

দাকোপ প্রতিনিধি : “সময় এখন নারীরঃ উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্ম-জীবনধারা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপ নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দাকোপ উপজেলা প্রশাসন, মহিলা বিষযক অধিদপ্তর ও নবযাত্রা প্রকল্পের যৌথ আয়োজনে ইউএসএ আইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের সহায়তায় অনুষ্ঠানে র‌্যালী, নাটক, আলোচনাসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, অধ্যক্ষ অসীম কুমার থান্দার, ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্প ফিল্ড অফিস কো-অর্ডিনেটর মাহাবুবার রহমান, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমাজসেবক দেবব্রত মন্ডল, সুশীলন নবযাত্রার কো-অর্ডিনেটর আকবর হোসেন, জাকারিয়া আল হেলাল, দ্বীপ্তি রানী মন্ডল, তৃপ্তি সরকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রার কর্মকর্তা বিপুল শীল। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বাংলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।