দাকোপ প্রতিনিধি : দাকোপে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। শহীদ মিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের নেতৃত্বে বিভিন্ন প্রশাসনিক কর্মকতাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, রাজনৈতিক সংগঠনের মধ্যে উপজেলা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করেন। এ লক্ষ্যে গত একুশে ফেব্রুয়ারী বুধবার সকালে সরকারী বেসরকারী সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ নমিত করে উত্তোলন করা হয়। সকালে উপজেলা প্রশাসন, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্রভাত ফেরী চালনা পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির Ÿক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।