দাকোপে ইঁদুর দমন অভিযান উপলক্ষে আলোচনা সভা

প্রকাশঃ ২০২৪-১০-১৬ - ১৬:০৫

দাকোপ (খুলনা) প্রতিনিধি : “ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সভার আয়োজন করেন।
গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপ সহকারি কৃষি কর্মকর্তা রিনা আক্তারের পারিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ কুমার আউলিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ^াস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপ সহকারি কৃষি কর্মকর্তা সেলিম রেজা, কৃষক ও সাংবাদিক শচীন্দ্রনাথ মন্ডল প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদর চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করা হয়। এ ছাড়া ইঁদুর নিধনের জন্য হিরণময় রায় ও আব্দুল হাই নামে দুইজন কৃষককে পরস্কার দেওয়া হয়।