আজগর হোসেন ছাব্বির : করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র পরিবারে ব্যক্তিগত তহবিল থেকে ধারাবাহিক খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসাবে বৃহস্পতিবার চালনা পৌরসভার ইমামদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন দাকোপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন।
বেলা ১১ টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। চালনা পৌরসভার সকল মসজিদের ইমামদের মাঝে চাল, আলু ও সাবান বিতরন করা হয়। বিতরনকালে উপজেলা আ’লীগ সভাপতি ইমামদের উদ্দেশ্যে বলেন, এই সংকট মোকাবেলায় ধর্মীয় নেতা হিসাবে আপনাদের অনেক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। পরিস্থিতি বিবেচনায় মানুষ যাতে ঘরে বসে ইবাদাত বন্দেগী পালনের সরকারী নির্দেশ মেনে চলে এ বিষয়ে আপনাদের ভূমিকা রাখতে হবে। তিনি সাধ্য অনুযায়ী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের আশ্বাস দিয়ে বলেন, সংকট মোকাবেলায় আমাদের সকলের ধর্য্য ধারন করে ঘরে থেকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চালনা পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, শিপন ভূইয়া, ছাত্রলীগনেতা মাসুম হাওলাদার, উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের ইমাম হাফেজ শাহ আলম মীর, পৌর ইমাম সমিতির সভাপতি মাওলানা আতিকুর রহমান, সম্পাদক মাওলানা আনোয়ারুল হক, মাওলানা আবু সাইদ, মাওলানা বিল্লাল হোসেন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা কোরবান আলী প্রমুখ।