দাকোপে উন্নয়ন কাজ পরিদর্শনকালে অনিয়মের অভিযোগে উপজেলা আ’লীগ সভাপতির নির্দেশে কাজ বন্দ
আজগর হোসেন ছাব্বিরঃ দাকোপের দু’টি ইউনিয়নে চলমান অস্থায়ী প্রতিরক্ষা কাজ পরিদর্শন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। পরিদর্শন কালে অনিয়মের অভিযোগে তাৎক্ষনিক একটি অংশে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
২০০৯ সালের ২৫ মে আইলার তান্ডবে দাকোপে পাউবো’র ৩২নং পোল্ডারের কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন বাঁধ ভেঙে প্লাবিত হয়। দু’টি ইউনিয়নের প্রায় ৫০ হাজার দীর্ঘ ২১ মাস পানিবন্দি অবস্থায় ছিল। এরপর বিশ^ ব্যাংকের অর্থায়নে টেকসই বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু নদী শাসন না করে বাঁধ নির্মিত হওয়ায় বছর না যেতে সেই বাঁধে দেখা দেয় ভয়াবহ ভাঙ্গন। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ^াস পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ঝুকিপূর্ণ বাঁধ সংস্কারে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তারই অংশ হিসাবে উপজেলার ৩২ ও ৩৩ নং পোল্ডারে ৫ কিলোমিটার এলাকায় ৫০ কোটি টাকা ব্যয়ে পলেষ্টার জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে অস্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করে। মাঠ পর্যায়ে কাজের তদারকি করছেন পাউবো এবং বিশ্বব্যাংকের পৃথক প্রতিনিধি। জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাসের স্থানীয় প্রতিনিধি হিসাবে মঙ্গলবার দিনভর ৩২ নং পোল্ডার কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন কাজ পরিদর্শন করেন। এ সময় নলিয়ান ৬ নং ওয়ার্ড ও কালাগী এলাকায় ডাম্পিংয়ে ব্যবহ্নত জিও ব্যাগে ২৮০ কেজির স্থলে ১৮৫ কেজি বালু এবং অনেক স্থানে বালুর সাথে কাদামাটির মিশ্রন দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি তাৎক্ষনিক সাব ঠিকাদার মিন্টু ফকিরের কাজ বন্দ রাখার নির্দেশ দেন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জানমাল রক্ষার্থে অর্থ বরাদ্ধ দিয়ে টেকসই ও যুগোপযোগী বেড়িবাঁধ নির্মানের নির্দেশ দিয়েছেন। সেই কাজে এমন অনিয়ম কোন ভাবে মেনে নেওয়া হবেনা। এ সময় পাউবোর উপ-সহকারী প্রকৌশলী গোপাল চন্দ্র দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, উক্ত কাজের ঠিকাদার রিয়াজ উদ্দিন চয়ন, তুহিন আহম্মেদ, সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জি এম জুলফিকার আলী জুলু, অরবিন্দু সরদার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, আ’লীগনেতা সুশংকর বাছাড় চিকন, গৌতম সরকার কাঁকন, যুবলীগনেতা রতন কুমার মন্ডল, তাপস রায়, আরাফাত হোসেন সবুজ, পারভেজ শেখ, ইউপি সদস্য জাহিদুর রহমান ফকির, সুশান্ত ঢালী খোকন, মহসিন শেখ, ছাত্রলীগনেতা অচিন্ত্য কুমার রায়সহ বিশ্ব ব্যাংকের প্রতিনিধি প্রীতম মন্ডল, নুরে আলমসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।