দাকোপে উপজেলা পরিষদের বাজেট পর্যালোচনা

প্রকাশঃ ২০২১-১১-২৩ - ১২:৩৬

দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট পর্যালোচনা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সরকার বিভাগ খুলনার উপপরিচালক মোঃ ইকবাল হোসেন বাজেট পর্যালোচনা অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন। দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি গালিব মাহমুদ পাশা, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ যুবরাজ, পঞ্চানন মন্ডল, সুদেব কুমার রায়, মাসুম আলী ফকির, মিহির মন্ডল, মানস মুকুল রায়, জালাল উদ্দিন গাজী, শেখ সাব্বির আহমেদসহ বিভিন্ন ইউপি সদস্য, সাংবাদিক, ইউপি সচীব এবং সুধী সমাজের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় সরকারের তৃনমূল স্থও ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে নাগরিক সেবার মানবৃদ্ধি ও জবাব দিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।