দাকোপে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশঃ ২০২২-০৮-০৩ - ২২:১৮

দাকোপ প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও জাতীর জনকের জৈষ্ঠ পুত্র শেখ জামালের জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দাকোপে উপজেলা প্রশাসন এক প্রস্তুতি সভা করেছে। বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদিকার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আইসিটি কর্মকর্তা রাজবুল আহমেদ, ইনেস্টেক্টর মোসলেম উদ্দিন, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ সাব্বির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মোঃ মামুনুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ। সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস, ৫ আগষ্ট জাতীর জনকের জৈষ্ঠ পুত্র শেখ জামাল এবং ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।