দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা উলাসী সৃজনী সংঘের উদ্যোগে নারীর ক্ষমতায়ন (উই প্রকল্পের) আওতায় সংশ্লিষ্ট সুবিধাভোগী, জনপ্রতিনিধি এবং দাপ্তরিক কর্মকর্তাদের সমন্বয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। উপজেলা সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন উলাসীর নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি। প্রকল্পের পরিচিতি ও বর্ণনা তুলে ধরেন রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ আনিছুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পঞ্চানন মন্ডল, মাসুম আলী ফকির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দার, কৃষি সম্প্রসারন অফিসার কামরুল হাসান, প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা শামিম আরা হক, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশিদ, সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, সমবায় দপ্তরের সহকারী লস্কর সাহাবুর, নারী নেত্রী শামসুন্নাহার লিপি, রওশন আরা বেগম, রেবতী ঘরামী, ববিতা রায়, উলাসীর উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর ব্রজেন্দ্রনাথ শীল প্রমুখ।