দাকোপে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির প্রশিক্ষন

প্রকাশঃ ২০২২-০৭-২৭ - ১১:৪৮

দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্টির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহন প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার,গনতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অনুষ্ঠানে বিষয় ভিত্তিক প্রশিক্ষন প্রদান করেন ওয়েভ ফাউন্ডেশনের ই এল এম সি প্রজেক্টের সহকারী পরিচালক কানিজ ফাতেমা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ই এল এম সি প্রজেক্টের খুলনা বিভাগীয় ফ্যাসিলিটেটর জহির উদ্দিন এবং সহকারী ফ্যাসিলিটেটর রিয়াজ মোর্শেদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়, আব্দুল ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক পাবক মিস্ত্রি প্রমুখ।