দাকোপে এতিমখানায় বস্ত্র বিতরন ও ইফতার মাহফিল

প্রকাশঃ ২০১৯-০৫-২৪ - ১২:৪৯

দাকোপ প্রতিনিধি : ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস পালনে চালনা মোল্যা মেহেদী হাসান এতিমখানায় ঈদ বস্ত্র বিতরন এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবারের ন্যায় এবার চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার মোল্যা মেহেদী হাসান এতিম খানায় ৩১৩ জন বদর সদস্যের অনুসরনে ঐতিহাসিক বদর দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩ টায় এ উপলক্ষ্যে মাদ্রাসার হলরুমে এতিমখানার সভাপতি এবিএম রুহুল আমিনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতিমখানা পরিচালনা কমিটির সম্পাদক অধ্যক্ষ মাওঃ অজিহুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, খুলনা জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, এতিমখানা পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, উপজেলা হেড কোয়ার্টার মসজিদের পেশ ইমাম হাফেজ শাহ আলম মীর, মাওলানা এম এ রাজ্জাক, আলহাজ্ব মাওলানা আঃ সাত্তার, প্রভাষক অহিদুজ্জামান, হাফেজ মুর্শিদ আলম, হাফেজ মাওলানা আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এতিমখানা পরিচালনা কমিটির জাহাঙ্গীর আলম মোল্যা, এস এম মোজাম্মেল হক, আলহাজ্ব সরদার আবুল হোসেন, আঃ সাত্তার সানা, প্রভাষক মারুফ উদ্দিন, শহর আলী শেখ মনি, শিক্ষক মাওলানা আবু সাইদ, এ এইচ এম শহিদুল্লাহ, মহসীন বিল্লাহ, গোলাম কাদের, আলহাজ্ব মোল্যা নজরুল ইসলাম, নওশের আলম গাজী, রবিউল ইসলাম, লস্কর শাহাবুর রহমান, মাহতাব কাজী, নাসির উদ্দিন, সদর সানা প্রমুখ। সভা শেষে এতিমখানার ছাত্রদের মাঝে ঈদবস্ত্র বিতরন এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।