দাকোপে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে  দূর্যোগ সরঞ্জামাদি বিতরন

প্রকাশঃ ২০২২-০৭-০২ - ১৭:১১
দাকোপ প্রতিনিধিঃ দাকোপে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিএইচএ প্রকল্প কর্তৃক দুর্যোগ কালিন ব্যবহারের জন্য স্ট্রেচার ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ। দাকোপ উপজেলার ৯টি ইউনিয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিএইচএ প্রকল্প কর্তৃক প্রতি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে দুর্যোগ কালিন ঝুঁকি হ্রাস কল্পে ৯টি করে মোট ৮১ টি স্ট্রেচার এবং ৫০ টি আশ্রয়কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি বিতরন করা হয়। উক্ত মালামাল প্রতিটি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দের নিকট পৌঁছে দেয়া হয়, এছাড়া জুলাই মাসের প্রথম সপ্তাহে ৫০টি আশ্রয়কেন্দ্রে ৫০টি হুইল চেয়ার বিতরণ করা হবে, যা দুর্যোগ কালিন অসুস্থ রোগী, বৃদ্ধ,বৃদ্ধা,বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এবং গর্ভবতী দের দ্রুত আশ্রয়কেন্দ্রে নিতে সহযোগিতা এবং আহত রোগিদের প্রাথমিক চিকিৎসা দিতে বিশেষ অবদান রাখবে।