দাকোপে কারিতাসের উদ্যোগে স্বল্প মূল্যের গৃহের উদ্বোধন

প্রকাশঃ ২০২১-০৬-২৬ - ১৮:৫৬

আসগর হোসেন সাব্বির : দাকোপের বানীশান্তায় কারিতাস খুলনাঞ্চলের উদ্যোগে হতদরিদ্র জনগোষ্টির জীবনমান উন্নয়নে দেওয়া স্বল্প মূল্যের গৃহের উদ্বোধন ও আর্শিবাদ করা হয়েছে।
শনিবার সকাল ৯ টায় আমতলা এলাকায় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও আর্শিবাদ করেন কারিতাস বাংলাদেশ’র প্রেসিডেন্ট বিশপ জেমস রমেন বৈরাগী। জীবন জীবিকার উন্নয়ন ও দূর্যোগ ঝুকি হ্্রাসের মাধ্যমে জনগোষ্টির সক্ষমতা বৃদ্ধিকরন (ইধারভিসিই) প্রকল্পের আওতায় এবং জার্মানীর আর্থিক সহযোগীতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের আঞ্চলিক পরিচালক মি. দাউদ জীবন দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেভা. ফাদার দানিয়েল মন্ডল, মি. তাপস সরকার প্রোগ্রাম অফিসার দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ইউপি সদস্য ফিরোজ আলী খান, মি. বিপুল সরকার ও পবিত্র কুমার মন্ডল। সুবিধাভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ ও মানুষের জীবন যাত্রার পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তিত পরিস্থিতিতে নির্মিত টেশসই গৃহে প্রকৃতির প্রতি যত্নশীল এবং ধর্মীয় মনোভাব নিয়ে শৃংক্ষলার সাথে বসবাসের আহবান জানান। অনুষ্ঠানে ৮০ টি পরিবারকে স্বল্প মূল্যের দূর্যোগ সহনশীল গৃহ নির্মানের জন্য অর্থ সহায়তা করা হয়।