দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টা থেকে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম। এ সময় উপসহকারী কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম ও মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন। উপজেলার ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভার ৩০ জন কৃষক এই প্রশিক্ষনে অংশ নেয়। উল্লেখ্য উপজেলায় সাড়ে ১৯ হাজার হেক্টর কৃষি জমি আছে। যা বছরে একবার আমন ফসল এবং প্রায় ৭ হাজার হেক্টর জমিতে তরমুজ উৎপাদন হয়। বছরের অন্যান্য সময় সম্ভবনাময় এই কৃষি জমি অব্যবহ্নত অবস্থায় পড়ে থাকে। যে কারনে সারা বছর এই জমিকে আধুনিক পদ্ধতিতে বহুমূখী ফসল উৎপাদনের আওতায় আনতে এই প্রশিক্ষন দেওয়া হয়।