দাকোপে খুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশঃ ২০২২-০৭-২৮ - ১৬:৫৭

দাকোপ প্রতিনিধি : দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ পঞ্চম দিন দিনব্যাপি উপজেলা বটবুনিয়া বাজারে চাষীদের ঘেরের মাটি,পানি পরীক্ষা ও পানখালি ইউনিয়ন পরিষদে বর্তমান সরকারের সময়ে মৎস্য সেক্টরের উন্নতি বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং চালনা চিলড্রেন পার্ক স্কুলের খুদে শিক্ষার্থীদের মাঝে মৎস্য বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ লক্ষে বুধবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে তিলডাঙ্গা ইউনিয়নে মৎস্য চাষীদের ঘেরের মাটি,পানি পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। বেলা ১১ টায় পানখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদের সভাপতিত্বে বর্তমান সরকারের সময়ে মৎস্য সেক্টরের উন্নতি বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য, মৎস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, মৎস্য চাষী ও মৎস্যজীবির। দুপুরে চালনা চিলড্রেন পার্ক স্কুলের খুদে শিক্ষার্থীদের মাঝে মৎস্য বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সহকারী মৎস্য কর্মকর্তা বাদল সাহা, বিপুল কুমার মন্ডল এবং চিলড্রেন পার্ক স্কুলের সাগর সেন ও ছাত্র-ছাত্রী বৃন্দ।