দাকোপে জলবায়ু পরিবর্তনে অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা

প্রকাশঃ ২০২১-০২-২৫ - ১৮:১২

আজগর হোসেন ছাব্বির, দাকোপ : দাকোপে উপকুলীয় জনগোষ্টির জলবায়ু পরিবর্তনজনিত লবনাক্ততা মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ (জিসিএ) প্রকল্পের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতীসংঘের গ্রীণ ক্লাইমেট তহবিল এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত জিসিএ প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরে বৃহস্পতিবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন প্রকল্প পরিচালক এবং মহিলা ও শিশু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ ইকবাল হোসেন। ইউএনডিপির সহযোগীতায় এবং এনজিও ডি,এস’কের বাস্তবায়নে প্রকল্প অবহিতকরন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপপরিচালক মোঃ ইকবাল হোসেন। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী ও জিসিএ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোঃ আকমল হোসেন, ইউএনডিপির জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ এ,কে,এম মামুনুর রশিদ, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর খুলনার উপপরিচালক হাসনা হেনা। অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মর্তূজা খান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, দাকোপ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, রঘুনাথ রায়, রনজিত মন্ডল, শেখ আব্দুল কাদের, সুদেব রায়, মাসুম আলী ফকির প্রমুখ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নারীর ক্ষমতায়ন ও আত্ননির্ভরশীল করে গড়ে তোলা এবং উপকুলীয় জনগোষ্টিকে সুপেয় নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রকল্পের নানা দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।