দাকোপে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন

প্রকাশঃ ২০২১-১০-০২ - ১৮:০০

দাকোপ প্রতিনিধি : দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক এস এম মামুনুর রশিদ, চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ অজিহুর রহমান, শিক্ষক হিরোজ হালদার, দীপা বিশ্বাস, সুকুমার মন্ডল, বাপন বসু, মহানন্দ রায়, মোঃ ওহিদুজ্জামান, তৃপ্তি মন্ডল, প্রবীর ভাদুড়ী, নুর সাঈদ, জাহিদ হোসেন প্রমুখ। সভায় দেশে চলমান উন্নয়ন ধারাকে আরো গতিশীল করতে উৎপাদনশীলতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে বলা হয়, আমাদের শিক্ষা গ্রহনের উদ্দেশ্য যেন কেবল চাকুরী প্রত্যাশায় না হয়। বরং আধুনিক মান সম্মত কারিগরি শিক্ষা গ্রহন করে নিজেদের সকল ক্ষেত্রে কর্মক্ষম মানুষ হতে হবে, নতুন নতুন উদ্যোক্তা হতে হবে।