দাকোপে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশঃ ২০১৮-০১-০১ - ১৬:৩৭

দাকোপ প্রতিনিধি : জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা জাতীয় পার্টির যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী ডাক বাংলা মোড় থেকে বের হয়ে চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে চালনা পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক মোঃ জোনাব আলী গাজীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম, মামুনুর রশিদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলার আহবায়ক নারায়ন চন্দ্র সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মনোজ কুমার রায়, পৌর জাপার যুগ্ম- আহবায়ক গাজী আব্দুল বারিক, বিপুল কৃষ্ণ মোড়ল, জিয়ারুল ইসলাম জিয়া, হুমায়ুন কবির হীরা, আমিরুল গাজী, আনোয়ারুল হক গাজী, সুচিত্র গোলদার। বক্তৃতা করেন শেখ বাবুল হোসেন, আব্দুল হাই শেখ, অসিম কুমার সানা, খোকন সরদার, আবু মুছা সানা, আবুল হোসেন শেখ, আমজাদ হোসেন সানা, নোমান সাবিত, আমিরুল ইসলাম হিটু, নওশের আলী ভূইয়া, মিল্টন গোলদার, মীর কামাল হোসেন বাদশা, নুর ইসলাম গাজী, আলম গাজী, মন্টু লাল হাওলাদার, খোকন শিকদার, সেলিম গাজী, সুমন রায়, মুজিবুর গাজী, মোশারেফ হোসেন লিমন, ইমরুল ইসলাম, এনামুল কবির মোল্ল্যা, ইকরামুল হোসেন, দ্বীপন সরদার, ধীমান রায়, মনিরুল ইসলাম শিকদার, সুভংকর মন্ডল, জিয়ারুল ইসলাম, লিটন বয়াতি, জয়নাল গাজী, বিল্লাল হোসেন, আক্তার শেখ, রবি মল্লিক, আসাদ সানা, বাবু হাওলাদার, বাবু আচারী, রমজান ঢালী, সুশংকর মন্ডল, রফিকুল ইসলাম, তারোক দাস, আগস্টিন সরকার প্রমুখ।