বাংলার মাটি থেকে ঘাতকদের নিচিহ্ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে- দাকোপে শোক দিবসের সভায় হুইপ পঞ্চানন বিশ্বাস
দাকোপ প্রতিনিধিঃ স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর জনককে স্বপরিবারে হত্যা করে এ দেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার অপচেষ্টা করেছিল। তারা এ হত্যাকান্ডের মধ্যদিয়ে আওয়ামীলীগকে নিচিহ্ন করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু মহান সৃষ্টার ইচ্ছায় তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে ঘুরে দাড়িয়েছে। এখন শেখ হাসিনার এই এগিয়ে চলাকে বাধাগ্রস্থ করতে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। শোক দিবসে এই দিনে আমাদের ঐক্যবদ্ধভাবে শপথ নিতে হবে। বাংলার মাটি থেকে এই ঘাতকদের নিচিহ্ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।
সোমবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়াম্যান মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মুহিত চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির প্রমুখ। এর আগে জাতীর জনকের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীর জনকের প্রতিকৃতিতে মাল্যদান, কালো ব্যাজ ধারন, জাতীয় পতাকা অর্ধনমিত করন করা হয়। উপজেলা পরিষদ মাঠে হুইপ পঞ্চানন বিশ্বাস শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন এবং গাছের চারা রোপন করেন। অনুষ্ঠানে সমাজসেবা দপ্তরের দেওয়া চেক হস্তান্তরসহ বিভিন্ন ক্যাটাগরীতে পুরুস্কার দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা।