দাকোপ প্রতিনিধিঃ মহান মে দিবস পালনে দাকোপ উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমারেশ ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমিন, চালনা পৌরসভা আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, খুলনা জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবির হোসেন। বক্তৃতা করেন উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, চালনা পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ শিপন ভূইয়া, পৌর আ’লীগনেতা ও কাউন্সিলর শুভংকর রায়, আঃ গফুর সানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জি এম রেজা, সদস্য সচীব উত্তম রায়, দেবাশিষ ঢালী, মোহন লাল সাহা, যুবনেতা রতন মন্ডল, শ্রমিকলীগনেতা অধেন্দু শেখর রায়, শেখ ইউনুস আলী জমাদ্দার, ইসমাইল হোসেন ভূট্রো, স্বপন রায়, শিবপদ মন্ডল, বুলু বিশ্বাস, আজাদ রহমান, শিবপদ বৈরাগী, কেসমত আলী, আবুল কালাম, জয় প্রকাশ রায়, মিজানুর রহমান টুটুল, মইন শিকদার, সুকুমার মন্ডল, রামপ্রসাদ মন্ডল, মিন্টু বিশ্বাস, লোকমান হোসেন, পলাশ মন্ডল প্রমুখ। সভার শুরুতে ১৮৬৫ সালে আমেরিকায় ঐতিহাসিক সেই শ্রমিক আন্দোলনে নিহতদের স্মরনে ১ মিনিট নীরবতা পালন করা হয়।