দাকোপে জেলা পরিষদ সদস্য জয়ন্তীর ত্রাণ বিতরণ

প্রকাশঃ ২০২০-০৪-১৯ - ১৫:৪৫

আজগর হোসেন ছাব্বির :করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে দাকোপের ৮ ইউনিয়নে কর্মহীন শ্রমজীবী ২০৪ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন খুলনা জেলা পরিষদের সদস্য জয়ন্তী রানী সরদার।
রবিবার সকালে উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের কামিনীবাসিয়া তেতুলতলা এলাকায় জেলা পরিষদ সদস্য এান বিতরন কার্যক্রম শুরু করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, ইউপি সদস্য সুপ্রভাত মন্ডল, মনির শিকদার, সাবেক ইউপি সদস্য রনজিত মন্ডল, স্থানীয় আওয়ামীলীগনেতা অরুন প্রকৃতি রায়, অরবিন্দু রায়, শিবপদ মন্ডল, দীনবন্ধু সরদার প্রমুখ। অনুষ্ঠানে পরিবার প্রতি ৫ কেজি চাল, ৮ শ’ গ্রাম ডাল, ৫ শ’ গ্রাম লবন, ৫ শ’ গ্রাম তৈল, ১ পিচ সাবান, ৪ শ’ গ্রাম পেয়াজ বিতরন করা হয়। একই দিন উপজেলার দাকোপ, লাউডোপ, বাজুয়া, বানীশান্তা, কৈলাশগঞ্জ, কামারখোলা ও সুতারখালী ইউনিয়নে জয়ন্তী রানীর পক্ষ থেকে অনুরুপ ত্রান বিতরন করা হয়।