দাকোপ প্রতিনিধিঃ দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের শিশু ও তাদের পরিবারের শিক্ষা ও স্বাস্থ্য পরিস্থিতি শক্তিশালীকরন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা কৃষি অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রবির রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম জাহাঙ্গীর, দাকোপ থানার এস আই হাফিজুর রহমান, দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস এবং ফাদার জনলোলিত বিশ্বাস। অন্যানের মধ্যে আলোচনা করেন কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা সমবায় দপ্তরের প্রতিনিধি লস্কর সাহাবুর রহমান, দাকোপ প্রেসক্লাব সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক এস এম মামুনুর রশিদ, ইউপি সদস্য হেলাল উদ্দিন হিলু, দলিতের দাকোপ উপজেলা প্রকল্প ম্যানেজার নিরঞ্জন বর্মন, সহকারী প্রকল্প ম্যানেজার এ এইচ ফারুক, স্বাস্থ্য সহকারী সুমন দাস, নিকোলাস মিস্ত্রি প্রমুখ। দাকোপের চালনা, তিলডাঙ্গা, কালীনগর, ধোপাদী, বুড়িরডাবর, লাউডোপ এবং ঢাংমারী এই ৭টি গ্রামে ২ বছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্টির শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা সভায় উপস্থাপন করা হয়।