দাকোপ প্রতিনিধিঃ দাকোপে বেসরকারী সংস্থা দলিতের উদ্যোগে এস এস সি ও সমমানের পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং স্বাস্থ্য সুরক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও উপকরন বিতরন করেন। ষ্ট্যান্ডিং হেলথ এন্ড এডুকেশন অফ দ্যা চিলড্রেন এন্ড দেয়ার ফ্যামিলিজ অফ সুন্দরবন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রবির রায়। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলম, দলিতের প্রকল্প ব্যবস্থাপক নিরঞ্জন বর্মন, প্রশাসনিক ও হিসাব কর্মকর্তা চন্দ্র শেখর মজুমদার, সোশ্যাল মোবিলাইজার নিকোলাস মিস্ত্রি, হেলথ মোবিলাইজার সুমন মল্লিকসহ উপকারভোগী শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বোর্ড ফি বাবদ শিক্ষার্থী প্রতি ১৫৫০ টাকা হারে ৪৩ জন শিক্ষার্থীর মাঝে ৬৬৬৫০ টাকা বিতরন করা হয়। উল্লেখ্য জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে দলিত জনগোষ্টিকে আত্ননির্ভরশীর তোলা ও বৈষম্যহীন সমাজে মর্যাদাপূর্ন জীবন যাপনে সক্ষম করে গড়ে তুলতে দলিত এই বিশেষ প্রকল্প বাস্তবায়ন করে চলেছে।