দাকোপে দুর্যোগ ঝুঁকি হ্রাস, ও স্মার্ট সিটি বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২২-০৬-০১ - ২১:৩২

আজগর হোসেন ছাব্বিরঃ দাকোপে প্রকল্পের স্টেকহোল্ডারদের সাথে দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও স্মার্ট সিটি বিষয়ক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বিত ঝুঁকি হ্রাসের মাধ্যমে কমিউনিটির সক্ষতা বৃদ্ধি (আইডিআরআর) প্রকল্পের আওতায় কারিতাস জার্মানীর আর্থিক সহযোগিতায় এবং কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের বাস্তবায়নে ১ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়ের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ
সোহেল হোসেন। অন্যান্যের মধ্যে অতিথির বক্তৃতা করেন পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ছাব্বির আহম্মেদ, লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ,বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়, সুতারখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আলী ফকির,বানিশান্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুদেব রায়, দাকোপ প্রেসক্লাব সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুলতানা বেগম,বিথিকা রায়,পাপিয়া মিস্ত্রী, কারিতাস খুলনা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসুচী কর্মকর্তা তাপস সরকার, প্রকল্প সমন্বয়কারী (আইডিআরআর) পবিত্র কুমার মন্ডল,আইডিআরআর প্রকল্পের মাঠ কর্মকর্তা মিজানুর রহমান খান, মিল কর্মকর্তা এন্ড্রিকো মন্ডলসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।