দাকোপ (খুলনা) প্রতিনিধি : “আগামী প্রজন্মকে সক্ষম করি দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ দিবসটি পালনের আয়োজন করেন।
গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক মামুনুর রশীদ, সিপিপির টিমলিডার দেবাশীষ ঢালী প্রমুখ। এসময়ে বিভিন্ন এনজিও প্রতিনিধিগন ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদর চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।