গোলাম মোস্তফা খান,দাকোপ : খুলনার দাকোপ উপজেলাধীন চুনকুড়ি ও পশুর নদের কুলে গড়ে ওঠা এ্যানার্জি প্যাক কোম্পানীর জিগ্যাস কোম্পানী অনেকখানি নদী এলপিজি গ্যাস (জিগ্যাস)উৎপাদন করতে বাড়তি সুবিধা নিতে নদী দখলে রাখায় গতকাল বুধবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জিগ্যাস কতৃপক্ষকে খুলনা জেলা প্রশাসন ১০ লাক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
জানাগেছে,আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের এডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ইমরান খান,এ সময় পরিবেশ অধিদপ্তর.ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্তিত ছিলেন।জেলা প্রশাসনের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইমরান খান বলেন দুই নদীর প্রায় ৯৩ শতক জমি দকল করে এলপিজি প্লান্ট নির্মান করেছে জিগ্রাস।যা এনার্জীপ্যাক কোম্পানীর একটি প্রতিষ্ঠান।নদ দখল করার আইনে তাদের ১০ লাক্ষ আর মেয়াদউত্তীর্ন অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করায় আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।উল্লেখ করা যায় যে,দাকোপের মত দেশের সর্ব দক্ষিন জনপদে জিগ্যাস,বিএম গ্যাস সহ বেশ কয়েকটি এলপি গ্যাস কোম্পানী গড়ে উঠেছে এবং আরও বেশ কয়েকটি নির্মানাধীন ।জিগ্যাস ও বিএম গ্যাস থেকে প্রতিদিন হাজার হাজার সিলিন্ডার (ছোট বড়) গ্যাস সারা দেশে দিনরাত সরবরাহ হয়ে থাকে।