আজগর হোসেন ছাব্বির, দাকোপ : ভাঙন কবলিত দাকোপের ৩২ নং পোল্ডারে বিশ্ব ব্যাংকের অর্থায়নে চলমান বাঁধ নির্মান কাজের সাথে নদী শাসন ব্যবস্থা যুক্ত করে ক্ষতি পুরনের ন্যায় সঙ্গত অর্থ পাওয়ার দাবীতে এলাকাবাসীর উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত।
মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় কালাবগী গেটবাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা আইলার দুঃসহ স্মৃতি উল্লেখ করে বলেন, কেবল নদী ভাঙনের কারনে দাকোপবাসীকে বার বার এমন দূর্যোগের মুখোমুখী হতে হচ্ছে। অথচ সরকার এই সমস্যা সমাধানে উদাসীন। চলমান বাঁধ নির্মান কাজের বিষয় উল্লেখ করে তারা বলেন, দীর্ঘ অপেক্ষার পর বিশ্ব ব্যাংকের অর্থায়নে বড় বাজেটের বাঁধ নির্মান প্রকল্প অনুমোদিত হলে দাকোপবাসী আশায় বুক বাঁধে। কিন্তু ওই প্রকল্পে নদী শাসন অর্থাৎ ভাঙনরোধের ব্যবস্থা না থাকায় প্রকল্পটি এখন অর্থহীন হয়ে পড়েছে। বক্তারা বেঁচে থাকার তাগিদে নিজেদের দাবীর কথা তুলে ধরে বলেন, বাঁধকে রক্ষা করতে হলে একই সাথে ভাঙনরোধের কার্যক্রর ব্যবস্থা গ্রহন করতে হবে। পাশাপাশি জমি অধিগ্রহন ও স্থাপনা অপসারনে সরকারের পক্ষ থেকে দেওয়া ক্ষতি পুরনে ব্যাপক দূর্নীতি অনিয়মের অভিযোগ এনে সমাবেশে বলা হয়, বেশীরভাগ মানুষ ন্যায় সঙ্গত ক্ষতি পুরনের অর্থ পাচ্ছেন না। বিষয়টি দেখভালের সাথে সংশ্লিষ্টরা নিজেদের ইচ্ছে খুশী মত ক্ষতি পুরনের অর্থ নির্ধারন করছেন। যে কারনে অনেকেই চেক গ্রহনে অস্বীকৃতি জানালে তারা পরবর্তীতে সংশোধনের মিথ্যে আশ্বাস দিয়ে চেক বিতরনের মাধ্যমে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছেন। সমাবেশে উপস্থিত এলাকাবাসী আরো অভিযোগ এনে বলেন, অনেক জায়গায় জমি অধিগ্রহন না করে যেমন কাজ করা হচ্ছে আবার ক্ষেত্র বিশেষ প্রয়োজনের অধীক জমি দখলে নিয়ে বাঁধ নির্মান করা হচ্ছে। এ ব্যাপারে তারা সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেন। সুতারখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাসুম আলী ফকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন আ’লীগনেতা খুলনা জেলা পরিষদ সদস্য কে,এম কবির হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী খাদিজা আকতার, প্যানেল চেয়ারম্যান সিরাজ মল্লিক. ইউপি সদস্য মহসিন শেখ, আইয়ুব আলী ঢালী, আজাদুর রহমান সানা। বক্তৃতা করেন ইউনিয়ন আ’লীগনেতা আবুল হোসেন খান, শামসুর রহমান সামু, আঃ বারিক মোড়ল, বিএনপির নুর বক্কার গাজী, আশিকুর রহমান সোহাগ, গাজী আবুল বাশার, আ’লীগের সিরাজুল খান, মেশকাত শেখ, জামাল শেখ, মনোজ কুমার বর্মন, ছলেমান শেখ, বাকী ফকির, জালাল গাজী, লতিফ সানা, অভয় চরন মন্ডল, ইদ্রিস শেখ, আমিনুর সানা, আনারুল খান, জাহাঙ্গির শেখ, মুজিবর শেখ, আঃ কাদের খান, আফছার খান, সহিদ শেখ, আব্বাস সানা, সিরাজ শেখ, আবুজার খান, মনিরুল খান, আলিম খান, দেলোয়ার হোসেন, লাভলু খান, সবিতা বৈদ্য, মুছা খান, জালাল শেখ, মিজান গাজী, অনিল বাওয়ালী, রহমত আলী খান, মজিদ সরদার, ওসমান শেখ প্রমুখ।