দাকোপে নবযাত্রার ওয়াশ কার্যক্রম পর্যালোচনা সভা

প্রকাশঃ ২০২১-০৯-০৫ - ১৭:২৯

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী সংস্থা নবযাত্রা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা সহনশীল প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ওয়াশ কার্যক্রম পর্যালোচনা এবং শিখণ বিষয়ক ষান্মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত।
রবিবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের সেমিনার কক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। প্রধান আলোচক হিসাবে বক্তৃতা করেন সম্মানিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াস। স্বাগত বক্তৃতা করেন নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র দাকোপ ফিল্ড অফিস ম্যানেজার মোঃ আজিজুল হক। বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, নবযাত্রা প্রকল্পের ওয়াশ এ্যাডভাইজার আয়াতুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, মিহির মন্ডল, মাসুম আলী ফকির, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য সঞ্জয় মন্ডল, শ্যামল রায়, রবীন্দ্রনাথ মন্ডল, আনন্দ সরকার, দেবদাস গাইন, এনজিও প্রতিনিধি পরিমল কর্মকর, মিন্টু মিয়া, হুমায়ুন কবির, মোঃ ফারুক হোসেন, যোগেস গাতিদার। সভাটি সঞ্চালনা করেন নবযাত্রা প্রকল্প দাকোপ ফিল্ড অফিসের ডব্লিউএইচএনএসএসএস নাজমিন আরা। সভায় উপজেলার তৃনমূল পর্যায়ে ওয়ার্টার এবং স্যানিটেশন ব্যবস্থা সুনিশ্চিত করতে আলোচীত বিভিন্ন সুপারিশ মালা গ্রহন করা হয়।