দাকোপে নবযাত্রার কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২২-০১-১৮ - ১৬:৩৫

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা নবযাত্রা প্রকল্পের ইউএসএ আইডির খাদ্য নিরাপত্তা সহনশীল কার্যক্রমের আওতায় পানি ব্যবস্থাপনা ওয়াটশন কমিটি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মধ্যে সমন্বয় এবং যোগাযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় চালনায় ওয়ার্ল্ড ভিশন লাউডোপ এডিপি নবযাত্রার অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালার প্রধান আলোচক ছিলেন উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ। কর্মশালায় সভাপতিত্ব করেন ম্যানেজার অপারেশনস নবযাত্রা প্রকল্প মোঃ আজিজুল হক। আলোচনা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য রাফিজা বেগম, লুৎফর রহমান, শহীদুল ইসলাম, সুব্রত মন্ডল, জয়ন্ত গাইন, নবযাত্রা প্রকল্পের শাখায়াত হোসেন, আবু ফেরদৌস চৌধুরী, নাজমুল হাসান, মিলিতা সরকার, ফারহানা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ওয়াটশন কমিটির নেতৃবৃন্দ। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে থাকা ওয়াটশন কমিটির কার্যক্রম গতিশীল করে অকেজো পানির উৎস্য গুলো সচল করার বিষয়ে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়।