দাকোপ প্রতিনিধিঃ “পরিবার পরিকল্পনা জনগনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় বেসরকারী সংস্থা সুশীলন নিরাপদ-২ এবং সূর্যের হাসি ক্লিনিকের সহযোগীতায় জনসংখ্যা দিবসের এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন শেষে উপজেলা পরিকল্পনা দপ্তরে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন ঘোষ, দাকোপ থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন চৌধুরী। বক্তৃতা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির, ইউপি সদস্য প্রদীপ কুমার সরকার, সূর্যের হাসির ম্যানেজার মাহাবুবুল আহসান, ডাঃ সুষেন কুমার বিশ্বাস, আঃ মালেক, অনিমা রায়, শরিফুন্নেছা বেগম, বিধান রায় প্রমুখ। অনুষ্ঠানে কাজের মুল্যায়ন হিসেবে ৪ কর্মিকে প্রশাংসাপত্র দেওয়া হয়।