দাকোপে নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত

প্রকাশঃ ২০১৮-০২-১৫ - ১৮:২০

দাকোপ প্রতিনিধি : দাকোপে বাঘ সংরক্ষন প্রকল্পের উদ্যোগে “বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন” এই শ্লোগানে নানা আয়োজনে সুন্দরবন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বুড়িরডাবুর মডেল হাইস্কুল প্রাঙ্গনে দিবসটি পালিত হয়।
ওয়াইল্ড টিম ইউএসএইড খুলনা রেঞ্জ এর সহযোগীতায় অনুষ্ঠানের শুরুতে ব্যানার ফেস্টুনসহ এক বর্ণাঢ্য র‌্যালী এলাকা প্রদক্ষিন শেষে স্কুল প্রাঙ্গনে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকল্যান রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন লাউডোপ ইউপি চেয়ারম্যান সরোজিত কুমার রায়। স্বাগত বক্তৃতা করেন ইউএসএইড বাঘ সংরক্ষন প্রকল্পের প্রোগ্রাম অফিসার রুবাইয়াৎ হাসান, বিশেষ অতিথির বক্তৃতা করেন বানীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা আবুল কাশেম মল্লিক, ইউপি সদস্য রবীন্দ্রনাথ মন্ডল, লাউডোপ টহল ফাড়ীর ইনচার্জ এস কে আব্দুল মান্নান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ফেরদাউস হাওলাদার, ভিটিআরটি সদস্য, বাঘবন্ধু সদস্য, শিক্ষার্থী ও সুধীজন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএসএইড বাঘ সংরক্ষন প্রকল্পের রেঞ্জ সুপারভাইজার অমিত মন্ডল।