দাকোপ প্রতিনিধি : দাকোপে অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) ও হেলমেটাস বাংলাদেশ’র অর্থায়নে এবং এনজিও রুপান্তরের সহযোগীতায় বুধবার সকালে উপজেলার কৃষক প্রশিক্ষন কেন্দ্রে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলার ৯ টি ইউনিয়নের অপরাজিতা (নির্বাচীত নারী প্রতিনিধিদের) দায়িত্ব কর্তব্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষনে ইউপি সদস্য কোহিনুর বেগম, শাহিনুর বেগম, দিপ্তী ঢালী, কল্পনা রায়, কনিকা সরকার, সুধা রানী হালদার, শাহানারা বেগম, বিউটি রায়, শাহিনুর বেগম, কল্পনা মন্ডল, সুলতা মন্ডল, রাবেয়া বেগম, গীতা রপ্তানিসহ সকল অপরাজিতা সদস্যরা অংশ গ্রহন করেন। প্রশিক্ষনে স্থানীয় সরকারের ইতিবৃত্ত, অপরাজিতাদের দায়িত্ব কর্তব্য, স্থায়ী কমিটির গঠন কাঠামো ও কার্যাবলী বিষয়ে আলোচনা ও ধারনা প্রদান করা হয়। প্রশিক্ষনে সহায়কের দায়িত্ব পালন করেন রুপান্তরের প্রশিক্ষক খন্দকার জিলানী হোসেন ও জেলা প্রকল্প সমন্বয়কারী রেজওয়ানা আফরোজ ঐশী। প্রশিক্ষনটি পরিচালনা ও সার্বিক সহায়তা করেন রুপান্তরের অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের দাকোপ উপজেলা সমন্বয়কারী কুমারেশ মন্ডল।