দাকোপে নির্বাহী অফিসারের নাম্বার ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

প্রকাশঃ ২০২০-০৫-০৫ - ১৭:৩২

আজগর হোসেন ছাব্বির : দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদের মোবাইল নাম্বার ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষনিকভাবে বুঝতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় এড়ানো গেছে অনাকাংখিত ঘটনা।
নির্বাহী অফিসার জানায়, মঙ্গলবার বেলা ১২ টা ১২ মিনিটে দুবৃত্তরা তার নাম্বার ক্লোন করে প্রথমে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জুমরাতকে ফোন করে। তখন দু’বার হ্যালো বলে লাইনটি কেটে দেয়। বিষয়টি তাৎক্ষনিক নির্বাহী অফিসারকে জানানো হয়। এরপর বেলা ১২ টা ৩৫ মিনিটে সুতারখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্বাহী অফিসার পরিচয় দিয়ে ফোনে তাকে একটি ল্যাবটব দেওয়ার কথা বলে বিকাশে ৯ হাজার টাকা চাওয়া হয়। কিন্তু প্রধান শিক্ষকের বিষয়টি সন্দেহ হওয়ায় তাৎক্ষনিক নির্বাহী অফিসারকে জানানো হয়। এরপর নির্বাহী অফিসার সর্ব সাধারনকে সতর্ক করে তার ফেইজবুক ওয়ালে একটি পোষ্ট দেন। বিষয়টি তিনি খুলনা জেলা প্রশাসক, দাকোপ থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। একই সাথে তিনি উপজেলা প্রশাসনের সহকর্মি সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জানিয়ে সতর্ক করেন।