দাকোপ প্রতিনিধিঃ দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে এস এস সি পরীক্ষার্থীদের আর্থিক সহায়তা (বোর্ড ফি) এবং বিভিন্ন উপকরন দেওয়া হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, দলিতের প্রকল্পের অডিট ম্যানেজার উত্তম দাস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি মোঃ শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাংবাদিক মামুনুর রশিদ, দলিতের এ্যাডমিন হিসাব শাখা প্রদীপ কুমার দাস, উপজেলা প্রজেক্ট ম্যানেজার নিরঞ্জন বর্মন, প্রকল্প মোবিলাইজার সুমন মল্লিক, নিকোলাস মিস্ত্রি প্রমুখ। অনুষ্ঠান পিছিয়ে পড়া জনগোষ্টির ৬৫ জন এস এস সি পরীক্ষার্থীকে মোবাইল এ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেকের বোর্ড ফি বাবদ ১৪২০ টাকা এবং সাবান, পেষ্ট, নেইল কাটা, তৈল, ৩টি করে খাতা ১০টি কলম এবং ছাত্রীদের জন্য ন্যাপটিন উপকরন দেওয়া হয়।