দাকোপ প্রতিনিধি : খেয়াঘাটের পারাপারের টাকা চাওয়ায় দাকোপে চেয়ারম্যানের অনুসারীদের হাতে বেদম মারপিটের শিকার হয়েছে ঘাট ইজারাদারের কর্মচারীরা। এ সময় ক্যাশের টাকা লুটপাট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট ইজারাদার ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে দাকোপের বাজুয়া দিগরাজ খেয়াঘাটে এ ঘটনা ঘটে। জানা যায় ক্ষমতাসীন দল সমর্থিত মোংলার বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায় তার অনুসারীদের নিয়ে দাকোপের বাজুয়া এলাকায় ওই খেয়াঘাট পার হয়ে একটি ব্যক্তিগত দাওয়াতে আসে। ঘাট ইজারাদারের দায়িত্বরত কর্মচারী মান্নান বাবলু ও সুজয় তাদের কাছে পারাপারের টাকা চাওয়ায় বিষয়টি তাদের আতœসম্মানে লাগে উল্লেখ করে চেয়ারম্যানের অনুসারীরা উত্তেজিত হয়ে ওঠে। দাওয়াত শেষে ফেরার পথে একই ঘটনার পূনরাবৃত্তি ঘটিয়ে চেয়ারম্যানের অনুসারী বিপুল রায়, বিবেক হালদার, সুদর্শন রায়সহ ১০/১৫ জন মিলে কর্মচারীদের বেদড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে উচ্ছশৃংখল চেয়ারম্যান অনুসারীরা ইজারাদারের ক্যাশে হামলা করে নগত আনুমানিক ১৫ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আহত কর্মচারীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগী ঘাট ইজারাদার হাবিবুর রহমান শেখ অভিযোগ করে বলেন চেয়ারম্যান নিখিল রায়ের নেতৃত্বে ক্ষমতার দাপটে অন্যায়ভাবে আমার কর্মচারীদের উপর হামলা করে টাকা পয়সা লুটপাট করা হয়েছে। তিনি এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান নিখিল রায়ের সাথে ০১৭১১৩৯৭৩৫৮ এই নাম্বারে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।