দাকোপে প্রতিপক্ষের ইটের আঘাতে রাজমিস্ত্রি হাসপাতালে

প্রকাশঃ ২০২৪-০৭-০১ - ১১:০৯

দাকোপ প্রতিনিধি : দাকোপে পূর্ব বিরোধের জের ধরে ইটের আঘাতে রাজমিস্ত্রি ধীরাজ মন্ডল রক্তাত্ব জখম হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় জড়িত সৌমিন্দ্র গাইন ও তার স্ত্রীর নামে দাকোপ থানায় এজাহার দাখিল করা হয়েছে।
থানায় দাখিলকৃত এজাহার ও ভুক্তভোগীদের সুত্রে জানা যায়, দাকোপের সাহেবের আবাদ গ্রামের দেবপ্রসাদ গাইনের সাথে প্রতিবেশী মাদকাসক্ত সৌমিন্দ্র গাইনের চলাচলের রাস্তা নিয়ে পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন ২৯ জুন ২০২৪ শনিবার ওড়াবুনিয়া গ্রামের রাজমিস্ত্রি ধীরাজ মন্ডল অপর ২ জন শ্রমিকসহ দেবপ্রসাদ গাইনের বাড়ীতে রাজমিস্ত্রির কাজ করতে যায়। কাজ চলাকালীন বেলা আনুমানিক ৩ টার দিকে সৌমিন্দ্র এবং তার স্ত্রী পারুল গাইন উত্তেজিত অবস্থায় এসে কর্মরত ধীরাজ গাইনের মাথায় ইট দিয়ে উপর্যপুরী আঘাত করে। আঘাতে ধীরাজ গাইনের মাথা ফেটে রক্তাত্ব জখম হয়। এ সময় তার সহযোগী শ্রমিক ও দেবপ্রসাদ গাইনের স্ত্রী অদিতি বিশ্বাস তাকে রক্ষা করতে এগিয়ে আসলে সৌমিন্দ্র ও তার স্ত্রী লাঠি দিয়ে তাদেও ও বেধড়ক পিটাতে থাকে। তারা অদিতি বিশ্বাসের শ্লীলতাহানীসহ তাঁর গলা থেকে মূল্যবান স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে গুরুত্বর আহত ধীরাজ মন্ডলকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় ধীরাজ মন্ডল বাদী হয়ে অভিযুক্ত স্বামী স্ত্রীর বিরুদ্ধে দাকোপ থানায় এজাহার দাখিল করেছে। এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হক এজাহার দাখিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।