দাকোপ প্রতিনিধিঃ দাকোপের পানখালী এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ দু’জন আহত। এ ঘটনায় ইউপি সদস্য বাদী হয়ে দাকোপ থানায় ৫ জনের নামে এজাহার দাখিল করেছে।
থানায় দাখিলকৃত এজাহার সুত্রে জানা যায়, গত ২৯ আগষ্ট পানখালী ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের পৈত্রিক সম্পতিতে ধান রোপন করতে গেলে প্রতিপক্ষ পানখালী গ্রামের মৃঃ মহম্মদ শেখের পুত্র ওলিয়ার শেখের নেতৃত্বে বাঁধা দিয়ে রোপন বন্দ করে দেওয়া হয়। এ ঘটনার জের হিসাবে পরেরদিন সকালে ইউপি সদস্যের পিতা মশিউর শেখ ওলিয়ার শেখের নিকট রোপন বন্দ করার কারন জানতে চায়। দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওলিয়ার, শরিফুল গাজী, মহাব্বত শেখ, রাজু শেখ, মাহাবুব শেখরা সম্মিলিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মশিউর শেখের উপর হামলা করে। এ সময় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান স্বস্ত্রীক পিতাকে রক্ষা করতে আসলে অভিযুক্তরা শাবল দিয়ে তার মাথায় আঘাত করে। এ ঘটনায় পিতাপুত্র দু’জনেই রক্তাত্ব জখম হয়। হামলাকারীরা ইউপি সদস্যের স্ত্রী সালমা খাতুনের শ্লীলতা হানী ঘটিয়ে তার পরিধেয় লক্ষাধীক টাকার স্বর্ণালংকর ছিনিয়ে নেয়। পরবর্তীতে তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দাকোপ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইউপি সদস্য মোস্তফিজুর রহমান বাদী হয়ে দাকোপ থানায় ৫ জনের নাম উল্লেখ করে এজাহার দাখিল করেছে।