আজগর হোসেন ছাব্বির, দাকোপঃ দাকোপের পানখালীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন রক্তাত্ব জখম হয়ে হাসপাতালে। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় এজাহার দাখিল করা হয়েছে। এলাকাবাসী ও এজাহার সুত্রে জানা যায়, পানখালী ২ নং ওয়ার্ডের জাবের শেখের পরিবারের সাথে একই এলাকার বারিক শেখের পরিবারের পূর্ব শত্রুতা আছে। বারিক শেখের পরিবার স্থানীয়ভাবে সর্বদা পেশী শক্তি প্রদর্শন করে এলাকায় নিজেদেরকে ক্ষমতাধর হিসাবে জাহির করে থাকে। তারই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনা ও জমাজমি নিয়ে পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার সন্ধ্যার পর বারিক শেখের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দা লাঠিসোটা নিয়ে জাবের শেখের বাড়ীতে প্রবেশ করে জাবের শেখ ও তার স্ত্রীকে বেধড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে জাবের শেখের দু’পুত্র জুনায়েদ শেখ (২২) ও জুবায়ের শেখ (২৫) পিতা মাতাকে হামলাকারীদের হাত থেকে রক্ষায় এগিয়ে এসে বাঁধা দেয়। এ সময় হামলাকারী তরিকুল শেখ (২৫) জুনায়েদ শেখের মাথায় স্বজোরে দায়ের কোপ মারে। কোপের আঘাতে তার মাথার বাম পাশ্বে গভীর ক্ষত হয়ে প্রচন্ড রক্ত ক্ষরন হয়। অন্যান্য হামলাকারীরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে জুবায়ের ও তার পিতা জাবের এবং মা মাজেদা বেগমকে বেধড়ক পিটিয়ে রক্তাত্ব জখম করে। হামলার সময় আসামীরা জাবের শেখের কাছে থাকা নগত টাকা এবং তার স্ত্রীর নিকট থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তা ছাড়া হামলাকারীদের এলোপাতাড়ি মারপিট ও ধস্তাধস্তিতে মাজেদা বেগম অনেকটা বিবস্ত্র শ্লীলতাহানীর শিকার হয়। পরবর্তীতে মারাত্নক আহত অবস্থায় প্রতিবেশীরা জাবের শেখ পরিবারের সকলকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকরা জানায় জুনায়েদ শেখের জখমটি মারাত্নক ও ঝুকিপূর্ন। আহত ৪ জনের মধ্যে জাবের শেখ ও জুবায়ের শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং জুনায়েদ ও তার মাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ রিপোর্ট পর্যন্ত জাবের শেখ বাদী হয়ে তরিকুল, জাকির, বারিক শেখ ও নাজমুল সরদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে দাকোপ থানায় এজাহার দাখিল করেছে।