দাকোপে প্রতিপক্ষের হামলায় আহত ৩

প্রকাশঃ ২০২০-০৩-১০ - ১৭:১৩

দাকোপ প্রতিনিধি : দাকোপে জিডির পুলিশী তদন্তে স্বাক্ষী দেওয়ায় প্রতিপক্ষের হামলায় আহত হয়ে মা মেয়েসহ ৩ জন হাসপাতালে। এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে দাকোপ থানায় এজাহার দাখিল করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ এবং থানায় দাখিলকৃত এজাহার সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে পানখালী গ্রামের মৃঃ হেকমত শেখের স্ত্রী আনোয়ারা বেগম গত ২৫ ফেব্রুয়ারী একই গ্রামের মৃঃ আইয়ুব আলী শেখের পুত্র মিন্টু শেখ গংদের বিরুদ্ধে মারপিট ও হুমকি ধামকির অভিযোগ এনে দাকোপ থানায় জিডি করে। দাকোপ থানা পুলিশ পরেরদিন সেই জিডির তদন্তে গেলে একই গ্রামের মৃঃ নছিম শেখের স্ত্রী রহিমা বেগম অভিযুক্ত মিন্টু গংদের বিরুদ্ধে পুলিশের নিকট স্বাক্ষ্য দেয়। যে কারনে ক্ষিপ্ত হয়ে গত ৭ মার্চ দুপুরে মিন্টুর ভাই লিটু শেখ অজ্ঞাতনামা ব্যক্তিদের সাথে নিয়ে রহিমা বেগমের বাড়ীতে গিয়ে তার উপর হামলা করে। এ সময় বাড়ীতে থাকা রহিমার বিবাহিত মেয়ে তাছলিমা বেগম ও নাছিমা বেগম মাকে ঠেকাতে আসলে অভিযুক্তরা তাদেরকেও বেধড়ক মারপিট করে বলে জানা যায়। তাদের হামলায় তাছলিমার বাম কানের অংশ ছিড়ে গিয়ে রক্তাত্ব জখম হয়। এ সময় তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে আহতদের উর্দ্ধার করে দাকোপ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র নিলেও গুরুত্বর আহত তাছলিমা বেগম হাসপাতালে চিকিৎসাধীন আছে । এ ঘটনায় তাছলিমার মা রহিমা বেগম বাদী হয়ে লিটু শেখ, রাবেয়া বেগম ও মমতাজ বেগমসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে দাকোপ থানায় এজাহার দাখিল করেছে।