দাকোপ প্রতিনিধিঃ বাল্য বিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার লাউডোপ ইউনিয়নের বুড়িরডাবুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার উপপরিচালক মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত। বক্তৃতা করেন লাউডোপ ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, সাবেক ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকাসহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, সুধীসমাজ, অভিবাবক মন্ডলী ও শিক্ষার্থীরা। সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন।